Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
wtsimis
on 12/06/2022, 10:30:37 UTC
বাংলাদেশে আসতে যাচ্ছে নিজস্ব ডিজিটাল মুদ্রা অথবা ক্রিপ্টোকারেন্সি যা কেন্দীয় ব্যাংক নিয়ন্ত্রণ করবে। বিষয়টা আপনারা কিভাবে দেখছেন?
image
আমি মনে করি এইট শুধু একটি উদ্দেগ ই থেকে থাকে। CBDC এর গঠন এবং এর পরিচালনা বেশ কঠিন বাংলাদেশের পরিক্ষিতে। আর এ বিষয়ে দক্ষ জনবল এর অভাব অনেক আগে থেকেই। আমার মনে হয় না, এই মুহুর্তে বাংলাদেশের কাছে যথেষ্ট পরিমানে জনবল বা রিসোর্স নেই যা দারা CBDC পরিচালনা করা সম্ভব হবে। এটি শুধু একটি ভবিষ্যৎ পরিকল্পানাই রয়ে যাবে।