Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
First Registration
on 17/06/2022, 11:16:25 UTC
⭐ Merited by wtsimis (1)
সিনিয়র ভাইদের কাছে আমার একটা প্রশ্ন। হিরো মেম্বার, লেজেন্ডারি মেম্বার,   জুনিয়র মেম্বার, এগুলা কিভাবে বানাবো

আপনি যদি মানসম্মত পোস্ট করতে পারেন। যেমন ঃ আপনার জ্ঞান দিয়ে যদি অন্যজনকে সাহায্য করতে পারেন অথবা আপনি একটা সুন্দর পোস্ট করলেন যেটা থেকে সবাই অনেক উপকৃত হবে। এই ধরনের কোয়ালিটি সম্পন্ন পোস্ট করলে সিনিয়র ভাইয়েরা আপনাকে মেরিট দিবে।আর সেই মেরিট এর জন্য আপনি হিরো মেম্বার, লেজেন্ডারি মেম্বার,   জুনিয়র মেম্বার হতে পারবেন। নিম্নে দেখানো হলো কত মেরিট এ কোন মেম্বার।

Rankপদমর্যাদা প্রয়োজনীয় কার্যকলাপপ্রয়োজনীয় মেরিট
Brand new00
Newbie10
Jr Member301
Member6010
Full Member120100
Sr. Member240250
Hero Member480500
Legendaryপরিসরে এলোমেলো775-10301000