সিনিয়র ভাইদের কাছে আমার একটা প্রশ্ন। হিরো মেম্বার, লেজেন্ডারি মেম্বার, জুনিয়র মেম্বার, এগুলা কিভাবে বানাবো
আপনি যদি মানসম্মত পোস্ট করতে পারেন। যেমন ঃ আপনার জ্ঞান দিয়ে যদি অন্যজনকে সাহায্য করতে পারেন অথবা আপনি একটা সুন্দর পোস্ট করলেন যেটা থেকে সবাই অনেক উপকৃত হবে। এই ধরনের কোয়ালিটি সম্পন্ন পোস্ট করলে সিনিয়র ভাইয়েরা আপনাকে মেরিট দিবে।আর সেই মেরিট এর জন্য আপনি হিরো মেম্বার, লেজেন্ডারি মেম্বার, জুনিয়র মেম্বার হতে পারবেন। নিম্নে দেখানো হলো কত মেরিট এ কোন মেম্বার।
Rank | পদমর্যাদা প্রয়োজনীয় কার্যকলাপ | প্রয়োজনীয় মেরিট |
Brand new | 0 | 0 |
Newbie | 1 | 0 |
Jr Member | 30 | 1 |
Member | 60 | 10 |
Full Member | 120 | 100 |
Sr. Member | 240 | 250 |
Hero Member | 480 | 500 |
Legendary | পরিসরে এলোমেলো775-1030 | 1000 |