Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
cryptotalklab1
on 17/06/2022, 14:52:37 UTC
আসসালামুয়ালাইকুম
সম্মানিত বড় ভাই
আপনার কাছে আমার একটা প্রশ্ন বর্তমান লোনা টোকেন এর অবস্থা কেমন জানাবেন। লোনা কয়েন আমাদেরকে আবার আগের মত দাম বাড়িয়ে দেবে।
আমার মনে হয় না এটা কখনো সম্ভব হবে , লুনা অলরেডি মানুষের বিশ্বাস ভঙ্গ করে ফেলেছে সবাই এখন লুনা থেকে বিরত রয়েছে, আর যে ঘটনাটি ঘটে গেছে তারপরও যদি লুনা তে কেউ বিশ্বাস করে এটা বোকামী ছাড়া আর কিছু হবে না । আর লুনা ক্লাসিক তো দিন দিন পর হারিয়ে যাবে । আর নতুন লুনার তেমন ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না