Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
First Registration
on 18/06/2022, 11:53:14 UTC
আমরা এখান থেকে কি পাড়ি না আমাদের সিলেট বাসিদের সাহায্য করতে?আমাদের এখানে যদি এমন কেউ উদ্দেখ নেয় তাহলে আমি কিছু অনূদান দিবো।আর সবাই যদি কিছু কিছু দেয় তাহলে বিশাল একটা অনূদান সিলেট বাসিকে দেওয়া যাবে।



এ ধরনের কাজ করতে গেলে আমাদের সিনিয়র ভাইদের সহায়তা লাগবে তাছাড়া সম্ভব না কারণ আমরা সবাই মিলে একসাথে টাকা দিতে পারব কিন্তু সে টাকা রাখার জন্য বিশ্বস্ত কয়েকজন সিনিয়র ভাই লাগবে। যাকে আমরা সবসময় বিশ্বাস করতে পারি তা না হলে কেউ টাকা দেবে না। তাছাড়া একটি কথা না বললেই চলে আমাদের এই বাংলা থ্রেড এ তেমন কোনো সিনিয়র ভাই একটিভ নেই আর যদি একটিভ থেকেও থাকে তারা এদিকে লক্ষ্য করেন না। তাই আমি বলতে চাচ্ছি যদি সিনিয়র ভাইরা এই সম্পর্কে বলে তাহলে আরো ভাল ভাবে উদ্যোক্তা নেওয়া যাবে। আশা করি আমার কথা সমর্থন হবেন।