বড় সিনিয়র ভাইদের কাছে আমার একটা ছোট্ট আবদার,
আমি যখন থেকে বিটকয়েন এ কাজ করি, তখন থেকেই আমার একটা আসা যে আমি সিগনেচার ক্যাম্পেইন করব। বাট সবাই বলে যে মেরিট ছাড়া সিনিসার করা সম্ভব না। অনেক কষ্টের পর এই ফর্মটা খুজে পেয়েছি। যে এখানে সিনিয়র ভাইরা ম্যারিড দেয়। আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে, অবশ্যই কোন বড় ভাই আমাকে একটা ম্যারিড দেবে। এখন ম্যারেড দেওয়াটা বড় ভাইয়ের উপর ডিপেন্ড করতেছে যে, আমার কথা তার কাছে ভালো লাগতেছে কিনা সেটা তার উপর ডিপেন্ড করতেছে। তবে আমার পুরোপুরি বিশ্বাস আছে যে, আমাকে অবশ্যই একজন সিনিয়র বড় ভাই ম্যারিড দেবে। বড় ভাইয়ের কাছে আমি এই ছোট্ট রিকোয়েস্ট করলাম। আশা করি আমার প্রিয় বড় ভাই আমার রিকোয়েস্ট টা একসেপ্ট করবেন ।