আমরা এখান থেকে কি পাড়ি না আমাদের সিলেট বাসিদের সাহায্য করতে?আমাদের এখানে যদি এমন কেউ উদ্দেখ নেয় তাহলে আমি কিছু অনূদান দিবো।আর সবাই যদি কিছু কিছু দেয় তাহলে বিশাল একটা অনূদান সিলেট বাসিকে দেওয়া যাবে।
সিলেটে কে আছে? এইখানে এক্টিভ এবং বিশ্বস্ত কেউ থাকলে আমালে মেসেজ দিন। দেখি আমরা সবাই মিলে কিছু করতে পারি কি না। ওইখান থেকে কেউ না থাকলে সাহায্য করার জন্য অন্যান্য যে পথ রয়েছে সেগুলোর উপর ভরসা করা যায় না। কিছুদিন আগে ফোরামের একটা ঘটনার পর অনলাইনে কোন চ্যারিটি ফান্ডে অনুদানে আমি আস্থা হারিয়ে ফেলতেছি।