বিটকয়েন ছাড়া অন্য যে কোন কয়েনে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করা রিস্কি যদিও আমি ইথেরিয়ামকে এর বাইরে রাখবো। ইথেরিয়াম অলরেডি প্রুভেন সাকসেস। অন্যান্য কয়েনের ক্ষেত্রে ২-৩ বছরে অনেক কিছুই হয়ে যেতে পারে। যেমনটা আমরা অনেক আগে থেকেই দেখে আসছি। নেইমকয়েন এর বর্তমান অবস্থান কিংবা টেরা লুনার সাম্প্রতিক স্ক্যান্ডাল দেখলেই বুঝা যায় অল্টকয়েনে কেন দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করা উচিত নয়। একদিনের কম সময়েই অনেক কিছু হয়ে যেতে পারে।
আপনার সাথে আমিও অমত পোষণ করতেছিনা। বিটকয়েনে বিনিয়োগ করলে আমাদের সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই আর এদিক থেকে বিটকয়েনের পরে ইথেরিয়াম এর অবস্থান । আমি মনে করি বিএনবি এক্ষেত্রে তৃতীয় স্থানে অবস্থান করতেছে, আর এটির সাপোর্ট হিসেবে বিনান্স রয়েছে । আর এটির মধ্যে অটো বার্ন সিস্টেম রয়েছে তাই আমি তিনটিরই ওপরে ভরসা করতে পারতেছি এখন পর্যন্ত।
আর
Little Mouse ভাই আপনাকে অভিনন্দন বাংলাদেশী থ্রেড হতে একমাত্র আপনি ওয়াসাবিতে এক্সেপ্ট হয়েছেন ।