অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে আমাদের লোকাল থ্রেডের ভালো একজন সোর্স naim027 ভাই প্লাগারিজম ইস্যুতে পার্মানেন্ট ব্যাংক খেয়েছে । তিনি বাংলাদেশের টপ পোস্ট দাতাদের মধ্যে চার নম্বরের ছিলেন । তার ব্যান খাওয়ার পরপরই আমাদের ট্রেডের অবস্থা ধীরে ধীরে ডাউন হয়েছে। বিশেষ করে ম্যারিট এর আদান প্রদান শুধু কমতেছে । এমতাবস্থায় আমাদের উচিত ভালোভাবে থ্রেড এক্টিভ হওয়া তাহলে হয়তো কোন একদিন বাংলাদেশকে নিজস্ব লোকাল বোর্ড সহ দেখা যাবে।
যে কাজটা নাঈম ভাই করতেন অনেক ঘাটাঘাটির পর আমি একটু চেষ্টা করেছি।
জুন মাসে টোটাল 135 টা পোস্ট হয়েছে আর 135 পোস্টে মাত্র 11 টি মেরিট পেয়েছে। পোষ্টের সংখ্যা গত মে মাসের তুলনায় বেশি হলেও মেরিট সংখ্যা কমেছে মে মাসে পোস্ট ছিল-১০৮ এবং মেরিট-২১ প্রায় দ্বিগুণ ছিল।
নিচে বাংলাদেশ এর লোকাল থ্রেডের জুন মাসের পোস্ট এবং মেরিট ড্যাশবোর্ড তুলে ধরা হলোঃ
জুন মাসের পোস্ট অ্যাক্টিভিটি
জুন মাসের মেরিট ড্যাশবোর্ড প্রথম দশজন সর্বোচ্চ পোস্টদাতা:1. Cryptoworldman [35]
2. sakil200 [17]
3. Crypto Library [13]
4. First Registration [8]
5. Little Mouse [8]
6. Dadu17@0 [7]
7. Next-door [7]
8. BravoDjBravo [5]
9. Darbar99@ [4]
10. cryptotalklab1 [3]