Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 07/08/2022, 14:40:05 UTC
আমাকে কেউ একটি মেরিট গিফট করবেন please 🥺
৭. কোন ধরনের ভিক্ষা চাওয়া যাবে না। (মেরিট, পজিটিভ ট্রাস্ট, বিটকয়েন বা আল্টকয়েন)।

Quote
আমি কিভাবে মেরিট পাবো

 আপনি কি মেরিট (Merit)  চান?তাহলে আপনার করা পোস্ট, মন্তব্য বা কমেন্টের উপর বেশি মনোযোগ দিন|

মেরিট আপনি অবশ্যই পাবেন তবে প্রথমত আপনাকে মেরিটের পিছনে না ছুটে আপনার পোস্ট কিনবা কমেন্টের উপর বেশি মনোযোগ দিতে হবে|আপনার জানা কোনো তথ্য থাকলে সেটাকে শেয়ার করুন|তাছাড়া আপনি যে বিষয়ে নিজিকে বেশি পারদর্শী মনে করেন বা আপনার কোনো অভিজ্ঞতা থাকলে সেটাকে শেয়ার করুন|
আর হ্যা,মনে রাখবেন শুধু বাংলা থ্রেট নিয়ে আলোচনা করলে হবে না।  আপনাকে মেরিট পেতে হলে অবশ্যই বিটকয়েন ডিসিকাশন,  মেটা,  ইত্যাদি অন্যান্য থ্রেট এ মানসম্মত পোষ্ট করতে হবে।  কাউকে সাহায্য করুন অথবা যুক্তিসম্মত পোষ্ট করুন।  আর অবশ্যই এমন কোন পোষ্ট করবেন না যেই পোষ্ট ওই থ্রেট এর জন্য নয়।পোস্টের গুনগত মান এবং উপরের বিষয়গুলো ঠিক রেখে পোস্ট করলে অব্যশ্যই আপনি Merit পাবার যোগ্যতা রাখেন |