এয়ারড্রপ এবং বাউন্টি এটি একটি অনলাইন ইনকাম সোর্স এটা করতে কোন অর্থের প্রয়োজন হয়না কিনতু বর্তমান অবস্থায় এয়ার্ড্রপ এবং বাউন্টি খুবই খারাপ অবস্থা আগের মত প্রেমেন্ট করে না বেশির ভাগ সাইট গুলো স্পাম করে কিন্তু লেগে থাকলে কাজে দিবেই এই আশা রেখে আমরা সবাই মন দিয়ে কাজ করবো
আসলে ভাই বর্তমান বিটকয়েনের দাম ডাউন। এর জন্য সব প্রোজেক্টটি ডাউন। বিটকয়েনের দাম কমে যাওয়ার কারনে আগের মতো ভালো ভালো Airdrop আর Bounty পাওয়া যায় না।আর পাওয়া গেলেও তারা প্রেমেন্ট মাইরা দেয়।
সবচেয়ে বড় কথা - আগে বাউন্টিতে খুব কম মানুষ কাজ করতো এর জন্য প্রেমেন্ট ও বেশি বেশি ভাগে জুটতো। তখন বাউন্টির Poll কম থাকলেও ভালো একটা প্রোফিট আসতো।কিন্তু এখন বাউন্টিতে অনেক মানুষ কাজ করায় Poll বেশি হওয়ার সত্তেও খুব একটা ভালো প্রোফিট কপালে জোটে না। অপরদিকে বাউনির তুলনায় Airdrop এ অনেক মানুষ কাজ করে। বাউন্টিতে যা পাওয়া যায় Airdrop এ তাও পাওয়া যায় না।