
ডলার ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে আমেরিকান মুদ্রা ডলারের সরবরাহ বেশ বেড়েছে। সবাই বিক্রি করতে আসে; কিন্তু কেউ কিনতে আসে না। এতোদিন যারা বেশি লাভের আশায় ডলার কিনে মজুত করেছিলেন, তারা সবাই এখন বিক্রি করতে আসছেন। সে কারণেই দুর্বল হচ্ছে ডলার, দাম বাড়ছে টাকার।
অতি মুনাফার লোভে যারা কার্বমার্কেট বা খোলাবাজার থেকে ১২০ টাকায় ডলার কিনেছিলেন তাদের মাথায় হাত। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা ডলার হোঁচট খেয়ে এখন উল্টো দিকে হাঁটছে; ১০৯ টাকায় নেমে এসেছে। শক্তিশালী হতে শুরু করেছে টাকা।
আগামী সপ্তাহের মধ্যে ডলারের দর ১০৫ টাকায় নেমে আসবে বলে মনে করছেন তারা। তাই আমার ধারণায় যারা ডলার ক্রয় করে রেখেছিলেন তারা সেগুলো সেল দিয়ে দেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর পোস্ট করেছেন। কিন্তু আপনাকে একটা কথা আপনি এই ফোরাম এর রুলস মানছেন না ।
কোনো লেখা বা পিকচার গুগল বা অন্যান্য সাইড থেকে সরাসরি কপি পোস্ট করা নিষেধ । যদি কোনো লেখা কপি করেন তাহলে সেটা
Quote আকারে লিখতে হবে । কোনো
পিকচার পোস্ট করলে সেটার অবশ্যই image লিংক দিবেন । এটি যদি না করেন তাহলে কপি ও plagiarism ধরে একাউন্ট banned করে দেওয়া হবে । আশা করি বুঝতে পেরেছেন।
বিটকয়েন ফোরাম রুলস। ভালো ভাবে পড়ে নিয়েন।
https://bitcointalk.org/index.php?topic=703657.msg7955645#msg7955645বড় ভাইয়া আমি bitcointalk এ নতুন। তেমন কিছু জানি না। আপনি যে লিং টা দিয়েছেন অইটা তেমন বুজলাম না কারন আমি ইংলিশে কাঁচা।
Quote আকারে কিভাবে লেখে ভাই?আপনি যদি Screenshort আকারে বুজিয়ে দিতেন তাহলে আমার অনেক উপকার হতো।