Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
AlphaEther
on 25/08/2022, 18:05:36 UTC
অফ টপিক কি ?আমি কি ভাবে  বুঝবো যে এটা অফ টপিক ?
বাউন্টি করাতে গিয়ে অনেক সময় একাউন্ট পারমান্টলি ব্যাণ্ড হয়ে যায়।ইনবক্সে ম্যাসেস দেখতে পাওয়া যায় যে প্রুফ অফ রেজিস্ট্রেশন যেটা দেয়া হয়েছিল কোন এক মরডারেটর ম্যাসেস টি ডিলেট করে দিয়েছে আর বলছে ঐ টা অফ টপিক তাই একাউন্ট ব্যান্ড করে দেয়া হয়েছে।বাউন্টি তো রানিং ঐ সময় তা হলে অফ টপিক কি ভাবে হয় ?যদি একটু বুঝিয়ে বলেতেন তবে ভাল হতো
প্রুফ অফ রেজিস্ট্রেশন অনেক সময় ভিন্ন হয়। যেমন এক এক বাউন্টিতে এক এক রকম। আপনি যদি একটি বাউন্টির প্রুফ অফ রেজিস্ট্রেশন সব বাউন্টির ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে এইরকম হতে পারে।