হ্যালো স্যার
আমার একাউন্টটি ট্রাস্ট মারছে দয়া করে আমাকে সাহায্য করুন
🙏🙏🙏🙏🙏
আমার টেলিগ্রাম নামঃ@Bountyhunter420
ভাইয়া আপনাকে কি বলবো আপনি নিজেই ভালো করে জানেন কেনো আপনি রেড ট্রাস্ট খেয়েছেন।আমি আপনার একাউন্ট এর নিবন্ধন তারিখ দেখলাম ১ বছরের বেশি হয়েছে আপনি bitcointalk ফোরামে আছেন ।কিন্তু এই ফোরাম এর নিয়ম না মেনে আপনি ৩ টা একাউন্ট দিয়ে একই বউন্টিতে join করে কাজ করছেন ।আপনি তো multiple user এটা নিয়মের বাইরে । আপনার এই কর্মকান্ড ধরেছে Bounty Detective স্যার।
আমি দেখলাম আপনি ৪ টা রেড ট্রাস্ট খেয়েছেন ।
আর এই গুলা যারা দিছে তারা ছাড়া কেউ মুছতে পারবে না । তাই এখানে কোনো টেলিগ্রাম লিংক দিয়ে লাভ নাই ।আশা করি বুঝতে পেরেছেন।
আর দেখেন আমি নিজেই 2 টা রেড ট্রাস্ট খাইছি ,কিন্তু আমি কোনো একাধিক একাউন্ট ব্যাবহার করি না ।আমার রেড ট্রাস্ট খাওয়ায় কারণ ছিল আমি কিছু ডলার বিক্রি করছিলাম একজনের কাছে । আর যার কাছে বিক্রি করছি তার কাছে আরো অনেকে বিক্রি করছে । এটা সমস্যা ছিল না ।সমস্যা হলো ,আমি এবং অন্যান্য যারা ডলার বিক্রি করছিলাম আমরা সবাই একই বাউন্টি তে কাজ করে paymet পেয়েছিলাম। আর তাই transaction ধরে রেড ট্রাস্ট মেরে দেয় ।