আজকাল কিছু user সরাসরি merit চাইছেন দেখলাম। অনুরোধ রইল এগুলো না করার জন্যে। নবাগতদের জন্যে নিচে একটি link রইল। আশা করি কাজে লাগবে।
Newbie - Members. Join here and take some merit
Merit পাওয়ার জন্যে একটি শিক্ষণীয় লেখাও চোখে পড়লো। সেটাও নিচে share করলাম আপনাদের সাথে।
Ranking up is possible! 2900 Merits earned in less than 12 months!My 11 Hints!
এই thread এ লেখার মান উন্নত করুন। চাইলে Fatemablabla, malekbaba, Review Master এর লেখার ধরণ follow করুন। শুধু এই local thread আর bounty campaign এ আটকে থাকবেন না। Development & Technical Discussion, Bitcoin Technical Support, Project Development এর মত sub-forum গুলিতেও লিখুন। পারলে নতুন Crypto project গুলোয় involved হোন। BitcoinTalk এ সুযোগ প্রচুর। নিজেকে update করে সেই সুযোগের সদ্ব্যবহার করুন।