মার্কেটের অনেক এক্সচাঞ্জে দেখি লাঞ্জপুল ছাড়তে, যেমনঃ Binance, Bybit, MEXC এই রকম অনেক সাইটে দেখি লাঞ্জপুল বা IDO ওপেন করতে। আমি মনে করি, এই ২ টি বিষয়পুরো আলাদা, কিন্ত কারো কি এই রকম বিষয়ে অভিজ্ঞতা আছে কিনা? কেউ যদি তাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করলে, এই ব্যাপারে মার্কেট এর প্রতি একটা আইডিয়া পাওয়া যেতো। আগের মত কি এখানে একই মার্কেট আছে কিনা? আগে ত শুনতাম অনেকে ভাল আয় করেছে এখনো কি এইরকম পটেনশিয়াল আছে কিনা? বিগত অভিজ্ঞতার কথা আশা করছি।