কিভাবে বাউন্টি বাছাই করবেন
যারা নতুন আছেন তারা অনেকেই জানেন না স্কাম এর শিকার হোন তাদের জন্য সামান্যতম ধারনা সবাই পড়ে দেখবেন।
-এখানে একটি কথা না বল্লেই নই। আপনি Bounty করবেন কিন্তু সব Bounty কাজেরই যে পেমেন্ট পাবেন তার কোন গ্যারান্টি নাই। বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে কোন Bounty কাজ করার জন্য সিলেক্ট করে কাজ শুরু করলেও তা ফেক বা ভুয়া প্রযেক্ট হতে পারে। তবে যাচাই বাছাই করে Bounty করলে ভুয়া Bounty হার কম হবার সম্ভাবনা থাকে।
যাইহোক, সব প্রযেক্টই তো আর ভুয়া হয় না। তবে কোন Bounty কাজ করার জন্য বাছাই করার পূর্বে সেই প্রযেক্ট গুগলে একটু সার্চ করে নিবেন। দেখবেন কতগুলো ICO রিভিউ সাইটে সেই প্রযেক্ট এ্যড রয়েছে। সেই প্রযেক্টের সোসাল সাইটগুলোতে একটিভিটি কেমন, প্রযেক্টের টিম মেমবার কারা ইত্যাদি বিষয়গুলো।
ধন্যবাদ।