Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Bounty_Manager_DM
on 30/08/2022, 01:00:39 UTC
Review Master-
ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্য।আমার মতে আমরা নতুন এ.টি.এইচ (অল টাইম হাই) পাবো ২০২০ এ এবং কারেকশন এ $৮০০০ খুব ভালো সাপোর্ট লাইন হিসেবে কাজ করবে আশা করি।

আপনাদের দুইজনেই টাকা আর্ন করছেন দেখে ভালো লাগলো।অনেকেই বলে চারদিকে স্ক্যাম, কিন্তু বুঝে শুনে করলে ভালো প্রজেক্ট পাওয়া যায়।


আজকে আমি বিটকয়েন ট্রানজেকশন এর দুইটি নরমাল বিষয় নিয়ে আলোচনা করব।
সাধারনত আমরা এইটা বুঝি যে আপনি যখন আপনার ব্যাংক একাউন্ট এ টাকা ডিপোজিট করবেন কিংবা উত্তোলন করবেন, তার একটা রেকর্ড ব্যাংক এ থাকবে।
যেমন-
১৮/৩/১৮- ডিপোজিট- ৫০০০০ টাকা
১৭/৫/১৮- উত্তোলন- ১০০০০ টাকা
ব্যালেন্স- ৪০০০০ টাকা

এইটা সাধারন ভাবে বোঝার জন্যে ব্যবহার করা।একই ব্যাপার কিন্তু আমাদের বিটকয়েন লেনদেন এর ক্ষেত্রেও ঘটে।এইরকম প্রতিটা ট্রানজেকশন এর তথ্য আপনার ওয়ালেটে রেকর্ড করা থাকে।পাশাপাশি ব্লকচেইনেও সে রেকর্ড টা থাকে।
যেমন মনে করুন, আপনার ওয়ালেটের একটি এড্রেস এ ০.০১ বিটিসি(বিটকয়েন) আছে।আপনি ০.০০৫ বিটিসি কাউকে পাঠালেন।তাহলে আপনার ওয়ালেটে -০.০০৫ দেখাবে আজকের ডেট এ।ব্যালেন্স ও কমে ০.০০৫ বিটিসি হয়ে যাবে।

কিন্তু ব্লকচেইনে ট্রানজেকশন টা কিভাবে রেকর্ড করা হচ্ছে।
আমার এই লেখার উদ্দেশ্য এই পার্ট নিয়ে কথা বলার জন্য।ব্লকচেইনে আপনি যখন ট্রানজেকশন আইডি দিয়ে আপনার একটি ট্রানজেকশন চেক করবেন, আপনি সাধারনত দুইটা পার্ট দেখবেন।

ইনপুট
ইনপুট হল আপনি যে এড্রেস থেকে বিটকয়েন পাঠাচ্ছেন।হতে পারে একটা এড্রেস থেকে কিংবা কয়েকটা এড্রেস থেকে।যেমন আপনার ওয়ালেটে ০.০১ বিটিসি আছে।কিন্তু সেগুলো তিনটি এড্রেস এ আছে, প্রসংগত, আপনি একটা ওয়ালেটে শত শত এড্রেস ক্রিয়েট এবং ব্যবহার করতে পারবেন।মুল কথায় আসা যাক, আপনার ব্যালেন্স ০.০১ বিটিসি কিন্তু তিনটি এড্রেস এ আছে।
১ম এড্রেস- ০.০০৩ বিটিসি
২য় এড্রেস- ০.০০৫ বিটিসি
৩য় এড্রেস- ০.০০২ বিটিসি

এখন আপনি যদি কাউকে ০.০১ বিটিসি পাঠাতে চান তাহলে কিন্তু আপনার এই তিনটি এড্রেস থেকেই বিটিসি যাবে।
সেক্ষেত্রে আপনার ট্রানজেকশন এর ইনপুট হল- ৩

আউটপুট
আউটপুট টা সহজ, আপনি কয়টা এড্রেস এ পাঠাচ্ছেন সেটাই আউটপুট। আপনি ০.০১ বিটিসি যদি একটা এড্রেস এ পাঠান তাহলে আউটপুট ১, কিংবা আপনার তিন জনে ০.০১ বিটিসি পাঠাবেন এবং সেটা একসাথে।কারন বার বার পাঠানোর চাইতে একসাথে তিনজনকে পাঠানো অনেক সুবিধাজনক নয় কি? সেক্ষেত্রে আপনার আউটপুট হল ৩।


এই ইনপুট আর আউটপুট থেকে কি বোঝা যায়?
আপনি যখন কাউকে বিটিসি পাঠালেন তখন সেখানে কিন্তু ব্লকচেইন রেকর্ড করে রাখতেছে-
১. কোন এড্রেস থেকে বিটিসি যাচ্ছে।
২. কোন এড্রেস এ যাচ্ছে।

তাহলে সহজেই বোঝা যায় বিটকয়েন এর ট্রানজেকশন একটার সাথে আর একটা কানেক্টেড বা লিংক করা আছে।আশা করি কিছু বুঝতে পেরেছেন।এই বিষয়ে কারো কোন কনফিউশন থাকলে শেয়ার করতে পারেন।প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন।
ধন্যবাদান্তে
Dtalk