Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Bounty_Manager_DM
on 31/08/2022, 01:09:14 UTC
⭐ Merited by Little Mouse (1)
এখন বেশির ভাগ বাউনটি ইস্কাম । আমরা বাউনটি হান্টার কাজ করি দুই মাস তিন মাস ধরে। আর যখন পেমেন্ট পাই সেই টোকেন এর দাম থাকে না।
এর সমাধান কি ?

সত্যিকার অর্থে এর কোন স্থায়ী সমাধান আছে বলে মনে হয় নি কখনো। দীর্ঘ সময় ক্রিপ্টোর সাথে থাকার দরুন আমি কিছু জিনিস ফলো করেছি। তার মধ্যে যাচাই বাছাই করে বাউন্টি করাটা অন্যতম।

তারপরও কিছু টোকেন এর এমন অবস্থা হয়েছে যেন এক্সচেঞ্জ এর ফি পর্যন্ত কাভার করে না। এগুলো সত্যিই দুঃখজনক, কিন্তু তারপর ও বিশ্বাস করেই কাজ করে যেতে হবে। কোনো না কোনো ভাবে আপনি গেইনার হয়ে যাবেন যদি আপনি কষ্ট করেন।

সবসময় টোকেন এর ইউটিলিটি খেয়াল করে বাউন্টি করবেন। তা না হলে কোটি কোটি টোকেন পেলেও কাজ হবে না। ইউটিলিটি থাকলেই টোকেনের চাহিদা তৈরি হবে এবং ভালো প্রাইস পাওয়া যাবে, সেক্ষেত্রে বর্তমানে ভালো প্রাইস না পেলে হোল্ড করবেন। টার্গেট প্রাইস এচিভ করলে তখন সেল করে দিবেন