Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
AZMAINE
on 02/09/2022, 04:25:02 UTC
⭐ Merited by BD Crypto (2)
https://i.ibb.co/vhDqGfS/IMG-20220902-093619.jpg


@Little Mouse ভাইয়া একটা কথা বলি , কিছু মনে করবেন না আশা করি। আমার জানা মোটে কোনো banned একাউন্ট এ মেরিট দেওয়া টা একটা বোকামির কাজ ছাড়া আর কিছুই নয়। একটা মেরিট জলে ফেলে দেওয়া ।

আমি এই কারণে কথা টা বললাম @Bounty_Manager_DM এই একাউন্ট ৩১-০৮-২০২২ তারিখ এ মানে দুই দিন আগে banned করে দেওয়া হয়েছে।

আমার কথায় কষ্ট পেলে ক্ষমা করে দিবেন ।🙏🙏
আপনি কিভাবে বুঝলেন একাউন্ট টা ব্যান করে দেওয়া হয়েছে। ওই একাউন্ট টা কি আপনার অন্য একটি একাউন্ট?
যদি একাউন্ট হয়েও থাকে তাহলে সমস্যা নেই বাট যদি কোন ইউজার একাধিক একাউন্ট দিয়ে ফোরামের রুলস ভঙ্গ করবে তখন তার একাউন্ট টি ব্যান করে দেওয়া হবে।
যেমন: একাধিক আইডি দিয়ে একই বাউন্টিতে জয়েন করা, কপি পেস্ট পোস্ট করা ইত্যাদি।