একটা জিনিস জানার ছিল। কেও জানলে একটু হেল্প করবেন।
অনেক crypto project এ অনেক মানুষ community admin / social media manager / community management এর কাজ পায়। আসলে এসকল job কিভাবে নেওয়া যায়। অনেক চেস্টা করেছি। অনেকের কাছে গিয়েছি কিন্তু কাজ হয়নি। কেও এই বিষয়ে কিছু জানলে বলবেন। আমার অনেক উপকার হবে।