Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
DVlog
on 23/09/2022, 04:29:41 UTC
<--snip-->

আমি আমাদের লোকাল বোর্ড এ আসি না এইরকম কোন দিন নেই। সব পোস্টই পড়া হয় কিন্তু কিছু লেখার মত এইখানে পাওয়া যায় না ভাই। কেউ কোন ভালো আলোচনা শুরুও করে না। সবাই বাউন্টি হেনতেন এইগুলো নিয়ে আলোচনায় ব্যস্ত। যেসব আলোচনা এইখানে হওয়া দরকার সেসব নিয়ে কেউ চিন্তাও করে না।

বাঙালি আজীবন এই বাউন্টি নিয়েই পইড়া থাকবে, আর সকল বাঙালি মনে করে যে, ক্রিপ্টোতে ইনকাম করা মানেই ক্রিপ্টোতে দক্ষ হয়ে ওঠা। কিন্তু কত যে নিত্যনতুন ব্লকচেইন টেকনোলজি উদ্ভাবন হচ্ছে এবং মার্কেটে ভালো ভালো টেকনোলজি আসতেছে। সেসব শেখার কারো কোনো আগ্রহ নাই। তাই সকলের মতো আমিও চলতাছি , কারণ দিন শেষে অনবিঙ্গ লোক ইনকাম করতে পারলে, তাদের স্থান সবার উপরে বাঙালিদের জন্য।  Sad

আসলে সবাইকে ওইভাবে বলে লাভ নাই। ওনেকেই আছে ইংলিশে বেশি ভালো না। ক্রিপ্টো এবং টেকনোলজি বিষয়ের ব্লগ গুলোর দুর্বোধ্য লিখা অনেকেই বুঝে না। আমি ভাবতেছি একটা সিরিজ করবো যেখানে প্রতি সপ্তাহে একটা ক্রিপ্টো প্রোজেক্ট বিষয়ে পোস্ট করবো বাংলাতে। এতে আমাদের লোকাল বোর্ডে সবাই কিছু নিয়ে আলোচনার সুযোগ পাবে।