Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 08/10/2022, 09:08:14 UTC
⭐ Merited by Little Mouse (1)
হ্যাকাররা কখনোই অন্য একাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারবে নাহ, যদি নাহ আপনার ডিভাইসটি কম্প্রোমাইজড কিংবা হ্যাক হয়ে থাকে। তাই এমন ভুল তথ্য দিয়ে নতুনদেরকে বিভ্রান্ত করবেন নাহ। আর আপনার একাউন্টের নিয়ন্ত্রণ তখনই নিতে পারবে, যখন আপনার ওয়ালেট/একাউন্টের প্রাইভেট কি কিংবা মেমোরিক ফ্রেজ অন্য কেউ পাবে।  Wink

না ভাই এটা ভুল তত্ত নয়, যদি আপনার ১ টি একাউন্ট এর একসেস হ্যাকার নিতে পারে তাহলে ওই মেটাম্যাস্ক এ যত একাউন্ট আছে সব গুলা হ্যাক করতে পারবে কোনো  কম্প্রোমাইজ সারা

এটা কখনোই সম্ভব নাহ, তাই এটি ভুল তথ্য।  আমি আগেও পোষ্টেও বলেছি যে, আপনার ব্যবহার করা ডিভাইসটি যদি হ্যাক কিংবা কম্প্রোমাইজড হয়, শুধু তখনই সম্ভব। নইলে একটি ওয়ালেটের এক্সেস কি দিয়ে শুধু ওই ওয়ালেটেই প্রবেশ করা যায়, অন্যগুলোতে নাহ। আর ওমন যদি হতোই, তাহলে হ্যাকাররা বসে বসে বহুত ফান্ড চুরি করতে পারতো, কেননা সকলেই কমবেশি অনেক ওয়ালেট ব্যবহার করে থাকে।  Grin

সহজ হিসাব, আপনার ডিভাইস হ্যাক হয়েছে কিংবা যেখানে আপনার ওয়ালেটগুলোর প্রাইভেট কি কিংবা মেমোরিক ফ্রেস রেখেছেন, সেটি হ্যাক হয়েছে এবং হ্যাকার সব ওয়ালেটের এক্সেস পেয়েছে। তাই আপনার মধ্যে এমন ভুল একটি ধারণা চলে এসেছে।  Wink