আমি কি এখানে বিটকয়েনের প্রাইস নিয়ে কোন কথা বলতে পারব, না কি এটা ট্রেডিং বোর্ডে কথা বলতে হবে
Trading board এ বললে সবচেয়ে ভালো হবে। এখানেও বলতে পারেন যদি কিছু জানার বা শেখার থাকে। এখানে বাংলায় বলতে পারবেন, জিজ্ঞেস করতে পারবেন বা আপনার কিছু নতুন জিনিস জানা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। কিন্তু যদি ডেইলি মার্কেট আপডেট রিলেটেড কিছু বলার থাকে তাহলে trading section এই বলা ভালো ওখানে অনেক ভালো রেস্পন্স পাবেন এবং ভালো করে জানতে পারবেন।