Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Star
on 11/10/2022, 07:33:32 UTC
আমি ৬ মাস দরে BTC কাজ করছি কিন্তু  তেমন ভালো  করে বুজি না কখন কোন coin কিনলে লাভ বেশি হবে আর কখন  কিনব না এই বেপারটা আমাকে আপনারা দ্য়া করে সবাই সাহায্য  করবেন. আমি সিনিয়র ভাইদের বলছি যে আপনারাই পারেন আমাদের মতো নতুনদের ভালো শিক্ষা দিতে।

ক্রিপ্টো মার্কেট সবসময় কোনো না কোনো ট্রেন্ডে থাকে, তাই আপনার প্রথম কাজ হলো সেইসব ট্রেন্ড খুঁজে বের করা। আর সবসময় মনে রাখবেন, কেউ আপনাকে সবকিছুই হাতে কলমে শিখিয়ে দিবে না, তার জন্য চাই প্রবল ইচ্ছাশক্তি, আপনার যদি ইচ্ছাশক্তি থাকে তাহলে আপনিও পারবেন। আপনাকে নিজে নিজে বিশ্লেষণ করে জানতে ও শিখতে হবে।
আর ট্রেডিং এর ক্ষেত্রে আপনাকে প্রজেক্ট চিনতে হবে,  কারন স্ক্যাম প্রজেক্ট এ ইনভেস্ট করলে আপনি লস খাবেন। এর জন্য আপনাকে প্রজেক্টের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বিষয়গুলো আয়ত্ত্ব করতে হবে, তাহলে আপনি মোটামুটিভাবে সবকিছুই নিজে নিজেই ভাল ধারনা পেয়ে পাবেন।