আসল কাহিনী ওটা নাহ। মূল বিষয় হলো ১৩ তারিখে আমেরিকার CPI রেট প্রকাশ করা হয়েছিল, যা একটু বেশিই ছিল। আর যখন প্রত্যাশার থেকে একটু বেশি হয়, তখন মার্কেট ডাম্প হয় এবং কিছু সময় পর মার্কেট আবার পাম্প করে। এটি গত সেপ্টেম্বরেও হয়েছিল আর ইলন মাস্ক এই বিষয়টি জানে। তাই ওমন টুইট করেছে। কারণ মার্কেট পাম্প করুন কিংবা ডাম্প করুন, এরপর আবার পাম্প করবে। আর সকলে মনে করবে, ইলন মাস্ক লেঝেন্ড
আশা করি, সকলে আসল কাহিনীটি বুঝতে পেরেছেন। এমন নিত্যনতুন তথ্য
BitByte Crypto কমিউনিটিতে প্রকাশ করা হয়। এমনকি ডাম্পে সকলকে ক্রয় করার কথা বলা হয়েছিল, যারা ক্রয় করেছিল তারা অনেক লাভে ছিল।
