Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Star
on 17/10/2022, 08:50:50 UTC
আমি এই ফোরামে নতুন। আমি আসলে জানতে চাচ্ছি ট্রেডিং নিয়ে।  আমি শুনেছি ট্রেডিং করা খুব ঝুকিপূর্ণ।  তাই আমি জানতে চাই কি কি কাজ করলে আমি এটা ভালো ভাবে শিখতে পারবো।
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং আসলে খুব ঝুকিপূর্ণ।  কারন বতর্মান যে মার্কেট।  আপনাকে ট্রেডিং শিখলে হলে আপনাকে যা যা শিখতে হবে

* অটোমেটিক্যালি Signal পদ্ধতি
* অটোমেটিক্যালি Coin Buy/Sell পদ্ধতি
* অটোমেটিক্যালি Triangle & Trend পদ্ধতি
* অটোমেটিক্যালি Support & Resistance পদ্ধতি
* টেকনিক্যাল এনালাইসিস
* ফান্ডামেন্টাল এনালাইসিস
* ইভেন্ট এনালাইসিস
* মার্কেট এনালাইসিস কয়েন এবং টোকেন
* Binance Trading

আপনাকে অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। কারন আপনি যে কয়েন বা টোকেন নিয়ে ট্রেডিং করবেন তার মার্কেট এনালাইসিস করতে না পারেন তাহলে আপনি লস খাবেন। তাছাড়া এই ফোরামে লিটল মাউস ভাই খুব অভিজ্ঞ আপনি তাকে বলতে পারেন। তিনি নতুনদের খুব সাহায্য করে থাকে।



ক্রিপ্টো ট্রেডিং কোথায় করতে হবে কেউ একটু বলবেন

ক্রিপ্টো ট্রেডিং করার জন্য অনেকগুলো মার্কেট রয়েছে। যেমন Binance, Kucoin, Bittrex, Poloniex ইত্যাদি।
এদের মধ্যে আমি আপনাকে বলব Binance দিয়েই ট্রেডিং শুরু করতে। কেননা বিনান্স পৃথীবির সবথেকে বড় এবং জনপ্রিয় ক্রিপ্টো মার্কেট গুলোর একটি। এদের রয়েছে অনেকগুলো কয়েন ট্রেডিং এর সুবিধা। এর ইন্টারফেস, ডিজাইন, সাপোর্ট এককথাই অসাধারন। তাছাড়া এর মার্কেট গ্রাফ অন্যান্য মার্কেট এর তুলনাই অনেক সহজ তাই নতুনদের মার্কেট গ্রাফ বুঝতে কোন অসুবিধাই হবেনা। এছারা বিনান্সে রয়েছে Basic এবং Advance ইউজারদের জন্য আলাদা আলাদা মার্কেট পীয়ার আর তারসাথে বিনান্স এর লো ফিস তো আছেই। সুতরাং ক্রিপ্টো ট্রেডিং শুরু করার জন্য বিনান্স একেবারে আদর্শ।

বিনান্সে কিভাবে ট্রেডিং করবেন তার আগে বলে নেওয়া ভালো ট্রেডিং মার্কেট থেকে ইনকাম মোটেও ফ্রি নয়। এখানে ইনকাম করতে হলে
প্রথমত আপনাকে কমপক্ষে ১০০$ দিয়ে ট্রেডিং শুরু করতে হবে আপনি চাইলে এর থেকে বেশিও ইনভেস্ট করতে পারেন তবে আপনি যদি ১০০$ এর কম ইনভেস্ট করেন তাহলে আপনি খুব একটা সুবিধা করতে পারবেন বলে আমার মনে হয়না। অনেকে আছেন যারা Hyip এবং অন্যান্য ইনভেস্টমেন্ট এর পেছনে টাকা মোটেও নিরাপদ নয়। ব্যক্তিগতভাবে আমি মোটেও এ ধরনের ইনভেস্টমেন্ট প্রোগ্রাম মোটেও পছন্দ করিনা কেননা এতে আপনার টাকাগুলো শুধু নষ্ট হয় তাইনা আপনার ইনকাম টাও হারাম হয়। কিন্তু ট্রেডিং এ আপনার টাকা নষ্ট হওয়ার কোন চান্স নেই সেইসাথে আপনার উপার্জনটা বৈধ যেটা এর একটা ভালো দিক।

দ্বিতীয়ত বিনান্সে ট্রেডিং এর জন্য আপনার একটা কম্পিউটার প্রয়োজন পরবে কারন বিনান্স এর ওয়েব পেজ মোবাইল ফ্রেন্ডলি না। তবে আপনি বিনান্স এপ এর মাধ্যমে ট্রেডিং করতে পারেন কিন্তু নতুন হিসেবে মোবাইল এপ এ মার্কেট গ্রাফ বুঝতে অসুবিধা হতে পারে। আর ট্রেডিং এর জন্য মার্কেট গ্রাফ বোঝাটা অত্যান্ত জরুরী।