আমি এখানে নতুন আমি কি শিখতে পারি,,,?
আপনি এখানে অনেক কিছুই শিখতে পারেন। আপনাকে ধরতে হবে ধৈর্য। হাই কেমন আছো কি করো এসব প্রশ্ন করা যাবে না। শিখতে পারবে সিনিয়ররা দেখো অনেক শিক্ষামূলক পোস্ট করেছে এবং সেগুলো পড়ে নিজেই নিজের জ্ঞান অনুযায়ী শিখতে পারবে। আর পরিচিত কেউ থাকলে তার কাছে হেল্প নাউ। ধন্যবাদ।