আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিটিসি এর দাম অনেক কমে যাচ্ছে এতে সবাই ভয় পাচ্ছে এবং সবাই বলছে কিপ্ট টু ডিজিটাল এই নাকি হারিয়ে যাবে ভাই আপনাদের বলি আপনারা অযথা হতাশ না হয়ে একটু অপেক্ষা করুন এবং বিটিসি এর পাশে দাঁড়ান সবাই বিটিসি যার কাছে যা আছে তা হোল্ড করে রেখে দিন তাতে বিটিসি এর জন্য অনেক উপকার হবে এবং বিটিসি দাম বৃদ্ধি পাওয়া শুরু করবে তাই সবাই সবার কাছে রেখে দিন এবং হতাশ না হয়ে শীতের এই মৌসুমটা দেখুন শীতের পরে আস্তে আস্তে ২০২৩ সালে এটির দাম আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া শুরু করবে ধন্যবাদ