এইটা আপনি কি কইলেন? বাংলা বাংলাদেশের জাতীয় ভাষা ঠিক। কিন্তু অন্যান্য দেশের মানুষ, যাঁরা বাংলায় কথা কন, তাগো অনেকেরই মাতৃভাষা বাংলা। ভারতবর্ষের কথা তো ছাইড়াই দিতাসি, বাংলাদেশের বহু বাঙালি ছড়ায়ে আছেন ইউরোপ আর আমেরিকায়। ওনাগোও মাতৃভাষা বাংলা।
আপনি যদি শুধু বাংলা বলেন তখন সেটা India সাব ফোরামের আঞ্চলিক ভাষার মধ্যেও পরে। যদিও বর্তমানে সেখানে কোন চাইল্ড ফোরাম আঞ্চলিক ভাষার মধ্যে নেই, অদুর ভবিষ্যতে আঞ্চলিক ভাষা গুলোর জন্য চাইল্ড ফোরাম হলে অবাক হওয়ার কিছু নেই। তখন কি থিমস একই নামে দুইটা সাব ফোরাম/টপিক এলাউ করবে? নাকি বাংলা থ্রেডকেই উক্ত চাইল্ড ফোরামের অন্তর্ভুক্ত করবে? যাই হোক, এইটা আমার মতামত। আর এইটা সেলফ মডারেটেড টপিক। টপিক ক্রিয়েটর চাইলে উনার মত করে লিখতে পারেন।