আপনার উদ্দেশ্য ভালো, কিন্তু বাংলাদেশ শব্দটি সরিয়ে নিলে বাঙালি বিভক্ত হয়ে যাবে। আর আমি সেটি আশা করি নাহ যে, বাঙালি বিভক্ত হয়ে যাক। তাই আপনি নামের ক্ষেত্রে বাংলাদেশ (Bangladesh - বাংলা ) এটি দিতে পারেন, আমার নিজের মতামত অনুযায়ী।
'বাংলাদেশ' শব্দটি সরাইলে বাঙালি বিভক্ত হইবো না। বরং 'বাংলাদেশ' শব্দটির লাইগা বাঙালি বিভক্ত হইতাসে। ইউরোপ আমেরিকার বাঙালি community গুলা যথেষ্ট active. হ্যাগো কাউরে দ্যাখেন এইখানে post দিতে? সবাই দিনরাত বান্টি আর অনুবাদ করতাসেন।
আপনাকে ফোরামে আবার স্বাগতম। অনেকদিন পর ফেরত এলেন, ভালো লাগলো।
আসলেই
বাংলাদেশ শব্দটি না থাকলে এতগুলো লোকাল টপিক/বোর্ড তৈরি হতো নাহ।

https://bitcointalk.org/index.php?topic=5332933.0
https://bitcointalk.org/index.php?topic=5037377.0
https://bitcointalk.org/index.php?topic=5038765.0
https://bitcointalk.org/index.php?topic=5037418.0
https://bitcointalk.org/index.php?topic=1979138.0
এখন আসি আপনার ২য় কথায় যে, বাহিরের দেশে থাকা বাঙালি কিংবা বাংলা ভাষা জানা এমন ব্যবহারকারীদের জন্য। বাংলাদেশে এখনো বিটকয়েন বৈধ নয় এবং এখানে কেউ কোনো একটি বিষয়ে তথ্য বিনিময় করলে, কেউ সেটি নিয়ে আলোচনা করে নাহ। বরং আমার মত ছুটিতে থাকে , একটি পোষ্ট করার পর। তাহলে বাহিরের দেশে অবস্থানকারী ফোরাম ব্যবহারকারীরা এখানে কেন পোষ্ট করবে? আর আপনার এই যুক্তি অনুযায়ী, ইন্ডিয়ানরা যারা বাহিরের দেশে তারা হয়তো পোষ্টই করে নাহ তাদের সাব-বোর্ডে।

বাকি এখন যার যেমন মতামত এবং টপিক তৈরীকারীর সিদ্বান্ত যেটা করতে চায়।
ভালো কথা, সবাই দিনরাত বান্টি আর অনুবাদ করতেছে, আপনি কেন বসে আছেন। আপনি পোষ্ট তৈরি করেন, কেউ আলোচনা না করলে আমি আলোচনা করার চেষ্টা করবো।
