গুগল ট্রান্সলেটর ব্যবহার না করে পোস্ট করলেও পারেন ভাই। আপনি নিশ্চয়ই জানেন যে, কোন ধরনের স্বয়ংক্রিয় অনুবাদ করার নিয়ম নেই। ফোরাম জানতে পারলে নিশ্চয়ই ব্যান করবে। আশা করি এইটা মেনে চলবেন। অন্যথায় ব্যান খাবেন নিশ্চিত।
আমাদের এইখানে ইদানীং গুগল ট্রান্সলেটর এর ব্যবহার অতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে। সম্ভবত মেরিট হান্ট মুল উদ্দেশ্য। সবার জানা উচিত যে মেরিট এর জন্য যারা উঠেপড়ে লাগবে তাদের আসলে মেরিট পেতে অনেল দেরী হবে।
হ্যা ভাই আপনি ঠিক বলেছেন। আজকাল সবাই মেরিট এর পিছনে ছুটছে। আর তা করা বোকামি। আমরা যদি মেরিট পাওয়ার যোগ্য হই তাহলে অবশ্যই আপনাদের মত সিনিয়র ভাইয়েরা আমাদের মেরিট সেন্ড করবেন। আর আমি আশা বাদী আমি এখান থেকে যা কিছু শিখিছি আর যা অন্যদের সাহায্য করেছি তা আমার জন্য অনেক। আমি চাই আমরা সবাই এমন একটা যায়গায় পৌছাই যেখানে আমাদের একটা মান হবে এবং আমরা কিছু একটা করতে পারবো নিজের জন্য এবং পরিবারের জন্য।