Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
DTalk
on 07/12/2022, 06:40:41 UTC
অনেকদিন পর ফোরামে আসলাম। নিজের ব্যস্ততা + একটা প্রজেক্টে সময় দেয়া নিয়ে আসলে ফোরামে সময় দেয়া হয়েই উঠেনি।
যদিও খুব ভালো আলোচনা দেখছি না, তবুও মনে হচ্ছে আমাদের এই থ্রেড আগের চেয়ে অনেক এগিয়েছে।
যাই হোক, কিছুদিন আগেই আমরা এফটিএক্স এর অবস্থা দেখেছি। সম্প্রতি ইসলামী ব্যাংক নিয়ে গুজব বলুন আর যাই বলুন যা উঠেছে তা অনেকটাই ক্লিন্তু এফটিএক্স এর মতই। মানে আপনার কাছে ফান্ডের এক্সেস না থাকলে আসলে আপনি মালিক না। তারই প্রেক্ষিতে, আমি চাচ্ছি হার্ডওয়্যার ওয়ালেটকে মানুষের কাছে তুলে ধরতে যাতে মানুষ এর প্রয়োজনীয়তা বুঝে এবং ব্যবহারে উৎসাহী হয়। তাই আমি চাচ্ছি হার্ডওয়্যার ওয়ালেট নিয়ে বিস্তারিত আর্টিকেল লিখতে যেখানে আমি লেজার ন্যানো এস এর রিভিউ শেয়ার করবো। এর পাশাপাশি আপনাদের কোন প্রশ্ন থাকলে সেগুলো করতে পারেন, সেগুলোর উত্তর দেয়ার চেষ্টা করবো। তবে প্রশ্ন অবশ্যই হার্ডওয়্যার সম্পর্কিত হতে হবে।