কেউ কি আমাকে সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে জানাতে পারবেন এটা কিভাবে করতে হয় আর দেখতেছি অনেকগুলো কোড করা এগুলো কি ?
সিগনেচার ক্যাম্পেইন আপনি যেসব কোডগুলো দেখেছেন ওই কোডগুলো দ্বারা তৈরি একটি পোস্টার যা ফোরামের ইউজার গন তাদের প্রোফাইলে লাগিয়ে বিভিন্ন বোর্ড বা থ্রেডের বিভিন্ন টপিকে আলোচনা করে থাকে আর এর মাধ্যমে ওই প্রজেক্ট গুলোর প্রমোশন হয়ে থাকে এই ফোরামে।
আর এই ক্যাম্পেইন করার জন্য সবার প্রথমে আপনাকে নিউবি থেকে জে আর মেম্বার হতে হবে তাহলে এটলিস্ট আপনি বাউন্টি ফোরামের সিগনেচার ক্যাম্পেইন গুলো করতে পারবেন তবে আমি মনে করি সেগুলো করে তেমন কোন লাভ হবে না কারণ এখনকার বেশিরভাগ ভালো সিগনেচার ক্যাম্পেইন এ অংশগ্রহণ করতে চাইলে আপনাকে এটলিস্ট ফুল মেম্বার হতে হবে- রেংকিং সম্পর্কে ধারণা না থাকলে এই লিংকটি ভিজিট করুন:
https://bitcointalk.org/index.php?topic=631891.msg53602200#msg53602200র্যাংক বাড়ার পর আপনার প্রোফাইলে গিয়ে লেপ্ট সাইডে ফোরাম প্রোফাইল ইনফর্মেশন অপশনে গিয়ে আপনি সিগনেচার কোড গুলো স্থাপনের জায়গা দেখবেন সেখানে আপনার র্যাংক অনুযায়ী কোনগুলো স্থাপন করতে হবে। তারপর ক্যাম্পেইনের রুলস অনুযায়ী আপনাকে তাদের রিকোয়ারমেন্ট গুলো ফুল ফেল করতে হবে। এই হল সিগনেচার এর কাজ।
দেখতেছি ফোরামে একটি নতুন আপনার একটি ভিডিও তেমন বেশি না। আমি বলব শুরুতে আপনি ক্যাম্পেইনের চিন্তার না করে আপনার প্রোফাইল কে রেংক আপ করুন আর এটি তখনই সম্ভব হবে যখন আপনি ফোরামে ভালো পোস্টদাতা হয়ে উঠবেন।