কেউ কি আমাকে সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে জানাতে পারবেন এটা কিভাবে করতে হয় আর দেখতেছি অনেকগুলো কোড করা এগুলো কি ?
সিগনেচার করতে আপনাকে আগে আপনার অ্যাকাউন্ট এর পজিশন বারাইতে হবে। আর ওইটা করতে আপনার দরকার মেরিট। তবে এখন মেরিট আর্ন করা অনেক কঠিন।
আমি পারসনালি বলব আপনি নিউবি হিসেবে আগে বউন্টি জয়েন করতে পারেন। মেরিট এর পিছনে যত ভাগবেন, মেরিট পাওয়া তত কঠিন।
তবে সিগনেচার সম্পর্কে জানতে চাইলে এই পোস্ট টা দেখতে পারেন। ইংলিশ এ সমস্যা হইলে মেনশন দিয়ে সমস্যা টা বলতে পারেন। হেল্প করার চেস্টা করব ইনাশাআল্লাহ।
পোস্ট লিঙ্কঃ- Signature campaign Guidelines