আর বইলেন না ভাই। লেভারেজ টোকেন কিনে যেই পরিমান মারা খাইছি তা বলার মত না। আমার থেকে একজন ১০ ডলার নিয়ে তার সিগনাল গ্রুপে ঢুকায় আর সেখানে সব বাইনান্স এর লেভারেজ টোকেন এর সিগনাল দিতো। কয়েকদিন লাভ ও হইছে । এরপর একদিন চালান সহ নিয়ে গেলো। adadown, dotdown, ltcdown, btcdown সব কিনেছি। ফান্ড যা ছিলো সব লাগিয়ে দিছি। এরপর আমি ফকির।
আগেও বলেছি, এখনও বলবো কখনো এমন পেইড লিগন্যাল চ্যানেলে যোগদান করবেন নাহ। যাইহোক আপনার ক্ষতির পরিমাণ আশা করি তেমন বেশি নাহ। এখনও ক্রিপ্টো মার্কেটে অনেক সুযোগ রয়েছে এবং এমনকি অনেক প্রজেক্টে অবদান রেখে ফ্রিতে টোকেনও পেতে পারেন, যার জন্য অবশ্যই কোনো ধরনের বিনিয়োগ লাগে নাহ। চাইলে সেই সকল কাজ করে, আপনার ক্ষতি অথবা লোকসানগুলো পুনরদ্ধার করতে পারবেন। এর জন্য আমাদের একটি কমিউনিটি আগে থেকেই আছে, সেখানে যোগদান করে রাখতে পারেন:
https://t.me/bitbytecryptoকিংবা আমাদের টুইটার পেইজটিকে অনুসরণ করুন:
https://twitter.com/officialbitbyteআমি তেমন সময় না পাওয়ায় এখানে পোষ্টগুলো শেয়ার করা হয় নাহ, তবে সামনের তথ্যগুলো এখানে শেয়ার করবো।
