আর বইলেন না ভাই। লেভারেজ টোকেন কিনে যেই পরিমান মারা খাইছি তা বলার মত না। আমার থেকে একজন ১০ ডলার নিয়ে তার সিগনাল গ্রুপে ঢুকায় আর সেখানে সব বাইনান্স এর লেভারেজ টোকেন এর সিগনাল দিতো। কয়েকদিন লাভ ও হইছে । এরপর একদিন চালান সহ নিয়ে গেলো। adadown, dotdown, ltcdown, btcdown সব কিনেছি। ফান্ড যা ছিলো সব লাগিয়ে দিছি। এরপর আমি ফকির।
আজকাল তো ভাই পেইড সিগনাল এর উপর এ ভরসা নাই। আপনি গেছেন সিগনাল গ্রুপ এ। মার্কেট এর যে অবস্থা, পেইড সিগনাল দিয়া ট্রেড করতে গেলেও ভয় লাগে। একবার এইসব সিগনাল গ্রুপ এ গেছিলাম, হালা রা নিজেদের টোকেন প্রমট করে আপনার থেকে বাই করায় নিবে। তারপর টোকেন সেল করে টোকেন ডাউন করায় দিয়া গ্রুপ গায়েব। এইসব এর ফাদ এ পইরেন না। পেইড কোর্স কিনে বা ফ্রী ও পাওয়া যায় সেই গুলা দিয়া নিজে এনালাইজ করা সেখেন। ভবিষ্যত এ কাজ এ দিবে।