আমি পিক দিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাচ্ছি। কিন্তু আমি ছবি এখানে কিভাবে আপলোড দিতে হয় বুঝতেছি না। যদি কেউ ডিটেইলস সহকারে বোঝাতে আমার জন্য ভালো হত।
ধন্যবাদ।
এইটা যদি আপনি একটু ফোরামে সার্চ করতেন তাহলেই পেয়ে যেতেন। ফোরামে একই প্রশ্ন বারবার করাটা অনেকেই পছন্দ করে না, যদিও বাংলা থ্রেডে এইটা খুজে পাওয়া কষ্টকর, তবে একটু খুজলেই পেতেন।
যাই হোক, আমি সহজ পন্থা দেখিয়ে দিচ্ছি।
১. imgbb.com এ যাবেন
২. আপনি যে ইমেজ/ছবি এইখানে এড করতে চান সেটা আপলোড করবেন।
৩. সেখানে ইমেজের কোডের অনেক অপশন পাবেন। bbcode এর অপশন নির্বাচন করে bbcode কপি করবেন।
৪. এইখানে পোস্ট করবেন।
প্রাসঙ্গিক, আপনি জুনিয়র মেম্বার না হলে ছবি এইখানে দেখাবে না। শুধু লিংক দেখাবে।