ভাই এই ফোরাম এ গুগল ট্রান্সলেট ব্যবহার করা নিষেধ আছে, আপনার পোস্ট পুরো টা গুগল থেকে অনুবাদ করা। আমি প্রমান হিসেবে নিচে ছবি দিলাম বাকি টা মডোরেটর দেখলে বুঝবে।

অনুবাদ না করে যদি নিজের ভাষায় জিনিস টা লিখতেন তাহলে অবশ্যই আপনার পোস্ট টা মানসম্মত হতো। কোনো বিষয়ে পোস্ট করার আগে রুলস গুলো ভালো করে পরে নিবেন পরের বার থেকে আশা করছি।
মেরিট এর আশায় যদি পোস্ট টা করে থাকেন তাহলে বলব যে ভাই মেরিট এর পিছনে না যেয়ে নিজের স্কিল বারান সাথে নিজে লিখেন।
পরবর্তী তে এই ভুল করবেন না এইটাই বলব।