Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
tisnaislam111
on 25/12/2022, 03:04:16 UTC
⭐ Merited by Little Mouse (1)
আমি নিজে একটু ভাবলাম যে আমাদের কিছু টাকা হলে আমরা সেই টাকা ব্যাংকে রেখে আসি।  যাতে টাকাটা নিরাপদে থাকে।  সামান্য কিছু লাভে টাকাটা ব্যাংকে রেখে আসি। ঐ টাকা আর কোন জায়গায় বিনিয়োগ করি না।  কিন্তু বর্তমানে  বাংলাদেশের অবস্থা টাকার মান একদম কমে যাচ্ছে।  কিছু কিছু ব্যাংক থেকে টাকা দিতে পারতেছে না। এমন অবস্থায় বিটকয়েন দামও অনেক কমে গেছে। তাই  কিছু বিটকয়েন আমারা কিনে রাখতে। কারন আমি বিটকয়েন আগের অবস্থা জানি।  বিটকয়েন পূর্বে  কি ছিল এখন কি হয়েছে।  আমি মনে করি কিছু দিন পরেই বিটকয়েন  তার আগের রেকর্ড ভেঙ্গে আরো উপরে যাবে।