Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
zahurul
on 25/12/2022, 04:46:23 UTC
I'm new comer in Bitcoin talk. I don't understand in all task in bitcoin talk. I want to support senior brothers to help me.
তুমি নতুন তোমাকে স্বাগতম। তবে জেনে রেখো এই থ্রেড এ স্পামিং কোনো মেসেজ Allow না। আর সিনিয়র ভাইয়েরা দেখেন রুলস দিয়ে দিছে। পুরো থ্রেড ঘুরে ঘুরে দেখুন তাহলে বুঝতে পারবেন। আর তাছারা কেমন আছেন,কি করেন,তোমার বাসা কই, আমি নতুন, এসব পোষ্ট স্পামিং হিসেবে গন্য হবে। তাই এসব পোষ্ট থেকে বিরত থাকবেন। আর কোনো কিছু না বুঝলে আমাকে একান্তই জানাতে পারেব বা এই গ্রুপ এ পোষ্ট করতে পারেন। ধন্যবাদ।
[/quote: Thank you]