Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
tjtonmoy
on 25/12/2022, 05:18:08 UTC
আমার যদি অনুবাদ করা ভুল হয়ে থাকে এবং আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা যদি ভুল থাকে। তাহলে আমার আগেই এক ভাই অনুবাদ করেছে এবং অনুবাদ করে তার সম্মানিও পেয়েছে। অনুবাদ করা যদি নিষিদ্ধই হয় তাহলে এই ভাইকে অনুবাদ করায় সম্মানিত হিসেবে মেরিট কেন দিয়েছে। কেন তার পোষ্ট ডিলেট দেওয়া হয়নি।
প্রমান হিসেবে লিংক নিচে দেওয়া হলো।
https://bitcointalk.org/index.php?topic=631891.msg61295487#msg61295487
প্রথমত ভাই ওনার পোস্ট পরার মত মান সম্পন্ন। অনুবাদ করলেও পোস্ট টা ছোট এবং ইনফরমেশন গুল প্রয়জনীয়।
আবার ও বলছি ভাই, মেরিট এর পিছনে জাইয়েন না, উনি এক্টা পোস্ট অনুবাদ করে মেরিট পাইসে বলে সবাই অনুবাদ করলে মেরিট পাবে এইটা কখনও ফোরাম এর কনো রুলস এর মধ্যে পরে না। মেরিট আদান প্রদান পুরোটাই একজন এর ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে। কারও কাছে আপনার পোস্ট ভালো লাগলে সে অবস্যই মেরিট দিবে আপনাকে। পোস্ট বড় মানেই যে তা ভালো পোস্ট তা কিন্তু না।
আশা করি ব্যাপার টা বুঝতে পেরেছেন।
I'm new comer in Bitcoin talk. I don't understand in all task in bitcoin talk. I want to support senior brothers to help me.

ওইরকম সিনিওর না তবে স্পেসিফিক কিছু জানার থাকলে বলতে পারেন, সাদ্ধ মত চেস্টা করব। আর ভাই আপনি নতুন তাই সাবধান করছি। রুলস পরে নিবেন প্রথম পেজ এ। এইটা বাংলাদেশ বোর্ড। বাংলা ছাড়া বা গুগল ট্রান্সলেট ব্যবহার করা নিসিদ্ধ। পরবর্তীতে এই ভুল করবেন না।