আমি আমার অনুবাদ করা পোষ্ট ডিলেট দিয়ে দিছি। আর এর পর থেকে অনুবাদ ও করবো না।
অনুবাদ করা ভালো, তবে সেটা যেন অনুবাদ হয় নিজে লিখে। আপনি যদি গুগল ট্রান্সলেটর বা অন্যান্য স্বয়ংক্রিয় অনুবাদক ব্যবহার করেন, তাহলে উক্ত লেখাটা পড়ার মত অবস্থা থাকে না। আমি নিজেও অনুবাদ করেছি। এইখানে একটা টপিক অনুবাদ করেছি। ক্রিপ্টোতে বেশি কিছু ওয়েবসাইট অনুবাদ করেছি যেখানে আমাদের সবার পরিচিত কিছু ওয়েবসাইটও আছে। কিন্তু আমি গুগল ট্রান্সলেটর বা স্বয়ংক্রিয় কোন অনুবাদক ব্যবহার করি নি। কারণ, যদি ব্যবহার করতাম তাহলে ওইগুলো মানুষ পড়তে পারত না মোটেও।
হ্যা অবশ্যই! এর পর থেকে সব নিয়ম কানুন মেনেই পোষ্ট করবো ভাইয়া। সবার যেনো উপকার হয় সেই পোষ্ট গুলাই করবো। ইনশআল্লাহ। ধন্যবাদ