আমি নতুন আইডি খুলতেছি তো আপনাদের জন্য। আপনারা red Trust মারেন। আমি করিই বাউন্টি আর এখন Red Trust মারলে কোনো বাউন্টিতে অংশ গ্রহন করাই যায়না। আমি তো আর একসাথে ৫ টা চালাচ্ছি না। আমাকে Red Trust মারতেছেন তাইতো নতুন খুলতে হয়। কেনো আমাদের শান্তি মত কাজ করতে দেন না। নাকি আপনারা Legendary আপনাদের হাতে ক্ষমতা দেখে যা তা ব্যাবহার করবেন। কেনো আমাদের শুখ কেরে নিচ্ছেন। আগের সব কয়টা আইডি Red trust মারছেন। তাইতো এক এ এক এ আইডি খুলতাছি। কথা দিচ্ছি আমার একটা আইডি red ছাড়াইয়া দেন জীবনে আর ২য় আইডি খুলমু না। আর এভাবে কতদিন আমাদের হয়রানি করবেন। আমরাও তো মানুষ আমাদেরও তো শুখে বাচার অধিকার আছে। দয়া করে আমাদের শুখে থাকতে দিন। ধন্যবাদ।