কাজ নিয়ে মোটামুটি হতাশাতে ভুগছি, এই বিয়ার মার্কেটে, অনেক লসের মধ্যে আছি। বোধয় এই মার্কেট আপাতত কিছু সময় সরে থাকার দরকার। কোনো বড় ভাই কোনো উপায় বা সাজেস্ট করতে পারেন এই বিয়ার মার্কেটে টিকে থাকার জন্য না হলে এই মার্কেট আপাতত সরে আসবো।
এই বিয়ার মার্কেটে সবারই প্রায় একই অবস্থা, বিয়ার মার্কেটে আপাতত ইনভেস্টমেন্ট অফ রাখাই ভালো তারপরও চাইলে যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে লং টাইম এর জন্য বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে পারেন . আপাতত আমি আর অন্য কোন কয়েন সাজেস্ট করবো না কারণ FTX এর ঘটনার পর আর কোন কয়েন কে বিশ্বাস করা যাচ্ছে না . বাইনান্স নিয়ে অনেক ভয়-ভীতি অলরেডি ছড়িয়ে পড়ছে .
আর আমি বলব আপনার হোল্ড করা কয়েন গুলো স্টেকিং করে রাখতে পারেন বা বিনান্স এ সেভিংস এ রাখতে পারেন যদিও এটাও রিস্কি, তবুও আমি মনে করি বিয়ার মার্কেটে অযথা কয়েন গুলো ফেলে রাখার থেকে কিছুটা পারসেন্টেন্স বাড়লো .