Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
wtsimis
on 27/12/2022, 14:32:57 UTC
কাজ নিয়ে মোটামুটি হতাশাতে ভুগছি, এই বিয়ার মার্কেটে, অনেক লসের মধ্যে আছি। বোধয় এই মার্কেট আপাতত কিছু সময় সরে থাকার দরকার। কোনো বড় ভাই কোনো উপায় বা সাজেস্ট করতে পারেন এই বিয়ার মার্কেটে টিকে থাকার জন্য না হলে এই মার্কেট আপাতত সরে আসবো।

মার্কেটে কাজের অভাব নাই, আপনাকে শুধুমাত্র খুজে নিতে হবে। আপনি চাইলে টেস্টনেট প্রোগ্রামগুলো করতে পারেন। আমি নিয়মিত BitByte Crypto কমিউনিটিতে সেটি শেয়ার করে থাকি। নিচে কিছু চলমান প্রজেক্টের টেস্টনেট প্রোগ্রামের বিবরণের লিংক দিয়ে দিলাম। সময় নিয়ে কাজ করেন, পরবর্তী বছরে ভালো কিছু পাবেন।
01) GSUCoin: https://twitter.com/officialbitbyte/status/1600607111842451456
02) Bebop: https://twitter.com/officialbitbyte/status/1587895299934068736
03) Bebop DEXmas: https://twitter.com/officialbitbyte/status/1605996239132037120
04) Scroll: https://twitter.com/officialbitbyte/status/1585641479204065283
05) ZetaChain: https://twitter.com/officialbitbyte/status/1584216060206538752
06) Suiet: https://twitter.com/officialbitbyte/status/1606947175963193344

বলে রাখা ভালো আমি ইতিমধ্যে কিছু প্রজেক্টে কাজ করেছি এবং ভালোই লাভ হয়েছে। বাউন্টি কিংবা সাধারণ এয়ারড্রপের থেকে অনেক ভালো।

ধন্যবাদ, উপরের GSUcoin বাদে প্রায় সব গুলো প্রজেক্টেই করা হয়েছে, কিন্ত সমস্যা হচ্ছে বেয়ার মার্কেট এর জন্য অনেক প্রজেক্ট লাঞ্জ করতেছে না। অনেক ভালো প্রজেক্ট রিলিজ হতে বুল মার্কেট এর জন্য অপেক্ষা করা লাগতে পারে। বর্তমানে লস করতে করতে এমন হইছে যে বেয়ার মার্কেটে ইনভেস্ট করার মত কোনো অবস্থাই নাই।