বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি
[/b]
আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স নিয়ে বিভিন্ন স্টক মার্কেটপ্লেস কাজ করেছি। কিন্তু স্টক সাইটে সফল হতে অনেক সময় লাগে। তাই এক বন্ধু bitcointalk কথা আমাকে বলল এখানে বাউন্টি মাধ্যমে কিছু টাকা ইনকাম করা যায়। তাই আমি এখানে অ্যাকাউন্ট করি। এখানকার রুল গুলো পড়তে গিয়ে দেখলাম গ্রাফিক্সর ডিজাইনার চাহিদা রয়েছে। আমাকে কেউ একটু সাহায্য করেন এখানে কি রকম পৌর্টফলিও লাগে। আর কোন কোন ব্যানারের চাহিদা রয়েছে। আর এখানে গ্রাফিক্স নিয়ে কাজ করলে সফল হতে পারব কি না?