২০২২ সালের বাংলাদেশ থ্রেডের মেরিট এবং পোস্ট অ্যাক্টিভিটি
এই পোস্টে ২০২২ সালের আমাদের বাংলাদেশের লোকাল থ্রেডের অ্যাক্টিভিটি তুলে ধরার চেষ্টা করলাম . গত বছর এবং এবছর এরমধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই গতবছর এর তুলনায় এবছর মাত্র ৯টা পোস্ট এবং ৩২টা মেরিট বেশি অর্জন হয়েছে। নিচে গ্রাফ চার্ট সহ বিস্তারিত তুলে ধরা হলোঃ
বিগত তিন বছরের মোট মেরিট:- ২০২২ সালের টোটাল মেরিট-২৫৩
- ২০২১ সালের টোটাল মেরিট-২২১
- ২০২১ সালের টোটাল মেরিট-৪৫৪
বিগত তিন বছরের মোট পোস্ট:- ২০২২ সালের টোটাল পোস্ট-১০৮৩
- ২০২১ সালের টোটাল পোস্ট-১০৭৪
- ২০২১ সালের টোটাল পোস্ট-১৬৫০
২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর ৩০ তারিখ পর্যন্ত মেরিট চার্ট
২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর ৩০ তারিখ পর্যন্ত পোস্ট চার্ট