ভাই কেও কি বলতে পারবেন একাউন্ট ব্যান হলে তা আনব্যান করার কোন উপায় আছে??
যদি কোন একাউন্ট Banned করা হয় তাহলে ওই একাউন্ট ফেরত পাওয়ার সম্ভাবনা কতটুক। হ্যাঁ এটুকু বলা যায় যে অ্যাকাউন্ট Banned করা হয় তার পিছনে কিছু না কিছু গুরুতর রিজন থাকে। বিনা কারণে কোন একাউন্ট Banned করা হয় না। যদি আপনার মনে হয় যে একাউন্ট অকারণে Banned করা হয়েছে তাহলে আপনি আপিল করতে পারেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে Unbanned করা হবে।