হ্যা আমার Rafi0001 একাউন্টটি একই ভাবে ব্যান করা হয়েছিলো।কিন্তু সেটা আরো ৫/৭ মাস আগে।ওই একাউন্ট ব্যান করার পর আমি mix001 এই একাউন্টটি ক্রিয়েট করি এবং ব্যাবহার করি।
ফোরামে একবার ব্যান হওয়া মানে আপনি আর এই ফোরামে পোস্ট করার এখতিয়ার নেই। ব্যান মানে এই ফোরাম থেকে একজন মানুষ হিসেবে আপনি পার্মানেন্টলি ব্যান। আপনি বারবার ফোরামের নিয়মের তোয়াক্কা না করে নতুন একাউন্ট খুলেই যাচ্ছেন। আপনার এই একাউন্টও ব্যান হয়ে যাবে শীঘ্রই।