সম্প্রতি এফটিএক্স এক্সচেঞ্জার এর ইন্সিডেন্ট এর পর আমি এফটিএক্স এর মতন উইথড্রয়াল ফি ফ্রি অন্য কোন এক্সচেঞ্জার খুঁজে পাচ্ছি না আপনাদের কারো এফটিএক্স এক্সচেঞ্জারের মতন লো উইথড্রয়াল ব্যবস্থা রয়েছে এমন কোন বিশ্বস্ত এক্সচেঞ্জারের নাম জানা থাকলে আমাকে দয়া করে সাজেস্ট করুন।
বাইন্যান্স এবং কু কয়েন এই দুইটা রেপুটেবল এক্সচেঞ্জ। ফি এখন আগের তুলনায় অনেক কম। বাইন্যান্স এবং ইথিরিয়াম চেইন এ এখন অনেক কম ফি লাগে ট্রান্সফার করতে। আর বাইন্যান্স টু বাইন্যান্স তো ফ্রী আছেই। কু কয়েন এর ক্ষেত্রে ও সেম।
আর আমার মতে এ সকল কম ফি নেওয়া গুলাই বেশি স্ক্যাম করে। কম ফি এর আশায় সবাই নিজের ফান্ড অইটাতে রাখে এবং পরে স্ক্যাম এর স্বিকার হয়। ফি একটু বেশি লাগলেও ট্রাস্টেড সাইট গুলা ব্যবহার করেন। আমার কু কয়েন পছন্দ তবে বাইন্যান্স এর ইন্টারফেস ব্যবহার করতে সুবিধা লাগে।
তবে একটি কথা না বললেই নয়। নিজের সকল ফান্ড কখনও এক্সচেঞ্জ এ রাখবেন না। উপরের কিছু পোস্ট পরেন তাহলে ধারনা পাবেন আশা করি।